আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীতে ইজরাকৃত মাছের বাজার পূর্ণবহাল রাখার দাবীতে মানববন্ধন


চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারী পৌরসভাধীন দেওয়ানহাট এলাকায় দেওয়ানহাট মাছের বাজারটি পুনরায় আগের জায়গায় হস্তান্তর করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত ১ অক্টোবর (মঙ্গলবার) বিকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কায়সার হামিদ, মামুন আজাদ চৌধুরী, ইলিয়াছ, আবু তৈয়ব, নাছির উদ্দীন, রবিউল ইসলাম, মুবিন, মিনহাজ হোসেন, মানিক, আলমগীর, নাঈম উদ্দিন, শহিদুল ইসলাম শহিদ, টিপু প্রমুখ।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন দক্ষিণ চট্টগ্রামে দোহাজারী পৌরসভাটি ব্যবসায়িক প্রাণ কেন্দ্র নামে সুপরিচিত। দীর্ঘদিন ধরে দোহাজারীতে দেওয়ানহাট মাছের বাজারটি সুনামের সাথে পরিচালনা করে আসছে। কিন্তু হঠাৎ করে একটি কু-চক্রী মহল তাদের স্বার্থ হাসিল করার জন্য পৌরসভার বাহিরে ইজরাকৃত বাজারটি নিয়ে যাওয়ার পায়তারা চালাচ্ছে।

এই বিষয়ে দোহাজারী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার না পাওয়ায় এবং এই ইজরাকৃত বাজারটি পূর্বের জায়গায় বহাল রাখার জন্য এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর