আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: এইচআরডি ও মায়ের ডাক’র যৌথ মানববন্ধন।

‘গুম’ ব্যক্তিদের ফেরত চেয়ে চট্টগ্রামে মানববন্ধন


অনলাইন ডেস্কঃ গুম হওয়া ব্যক্তিদের ফেরত চেয়ে মানবন্ধন করেছে চট্টগ্রামের মানবাধিকার কর্মী, ভুক্তভোগী ব্যক্তি ও তাদের পরিবার।

বুধবার (৩০ আগস্ট) সকালে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সমন্বয়ক ওচমান জাহাঙ্গীরের পাঠানো সংবাদ বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

মানবাধিকার কর্মী মুজিব উল্লাহ তুষারের সভাপতিত্বে ও আব্দুল্লাহ মজুমদারের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নিয়েছেন গুম থেকে ফেরত আসা ও হেফাজতে নির্যাতনের শিকার রিজভী হাসান চৌধুরী। ছেলেকে ফেরত চেয়ে বক্তব্য দিয়েছেন গুমের শিকার কর্ণফুলী থানাধীন জাহেদ হাসানের মা হোসনে আরা, পিতাকে ফেরত চেয়ে বক্তব্য রাখেন গুমের শিকার বলি মনছুরের পুত্র বাদশাহ মিয়া, এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক কামরুল হুদা, রোকন উদ্দিন, মানবাধিকার কর্মী ইমরান সোহেল, রুহুল আমিন, সংস্কৃতিকর্মী সজল দাস, বিডি কাশেম, অভিলাষ মাহমুদ,
মোহাম্মদ মাসুদ রানা, গোফরান, জোহরা বেগম বেবি, কামরুল হাসান
রুবেল, রেজাউল করিম, ওচমান জাহাঙ্গীর প্রমুখ।

এসময় বক্তরা বলেছেন, গুম একটি মানবতা বিরোধী অপরাধ। রাষ্ট্র কর্তৃক এই অপরাধ সংগঠিত হয়ে থাকে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানুষ এই গুমের শিকার হয়। এ বিষয়ে আন্তর্জাতিক কনভেশন রয়েছে। তারপরও উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে এই মানবতা বিরোধী অপরাধ হয়ে আসছে। বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। এ দেশকে এ কলঙ্ক থেকে মুক্ত করা সময়ের দাবী। রাষ্ট্রের বাহিনীরা এসব অপরাধ করতে গিয়ে চরম মিথ্যার আশ্রয় গ্রহণ করে। অবাধ মিডিয়া হওয়ার কারণে তারা যে মিথ্যা বলছে জনগণ তা বুঝতে পারে। তারপরও তারা অনবরত মিথ্যা বলে যাচ্ছে। কোনো নিরাপদ মানুষকে আটক করলে তারা মিথ্যা একটা বিবৃতি দিয়ে থাকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর