ছাত্রসেনা বৃহত্তর চন্দনাইশের উদ্যোগে ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি: বর্বর ইসরাইলী ইহুদী সন্ত্রাসী কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে ছাত্রসেনা বৃহত্তর চন্দনাইশের উদ্যোগে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ১৪ অক্টোবর (শনিবার) বিকালে ছাত্রসেনা বৃহত্তর চন্দনাইশের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংগঠনের সভাপতি মাও. মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. মো. সোলাইমান ফারুকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. মহিউদ্দিন, যুবসেনা চন্দনাইশ পৌরসভার সভাপতি মাও. আবু ইউসুফ নুর, সেনানেতা মিজানুর রহমান, এনামুল হক এনাম, আবদুল নবী, কাজী সাঈদ হোসেন প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করেন। এ সময় বক্তাগণ বলেন, ইসরাইলীরা ফিলিস্তিনের উপর অতর্কিত হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করে নিজেদের চরিত্র হনন করছে। এ সকল বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এ হামলা বন্ধের জন্য বিশ্ব মুসলিম দেশগুলোকে সোচ্চার হওয়ায় আহবান জানান।


Related posts

সড়ক বেদখল হয়ে আইলে রূপান্তরিত, হচ্ছে চাষাবাদ

Chatgarsangbad.net

কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. রফিকুল ইসলামের বাড়িতে মেজবান অনুষ্ঠানে কর্নেল অলি 

Chatgarsangbad.net

চুনতী মসজিদে বায়তুল্লাহ ৫৩তম পবিত্র মেরাজুন্নবী (স.) মাহ্ফিল আজ

Chatgarsangbad.net

Leave a Comment