বিশেষ প্রতিনিধি: গাউসিয়া কমিটি বাংলাদেশ জোয়ারা ইউনিয়ন শাখার উদ্যোগে ও চন্দনাইশ উপজেলা শাখার অর্থ সম্পাদক মো. সরওয়ার উদ্দিনের নেতৃত্বে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ (২০ অক্টোবর) বাদে জুমা চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের বাদামতল চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ্ব সৈয়দ মো. আমান উল্লাহ আমান সমরকন্দী। তিনি বলেছেন ফিলিস্তিনি নিরীহ মুসমানদের উপর ইসলায়েলীদের হামলা কেউ সমর্থন করে না। সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশে ইসরাইলী পণ্য ব্যবহার বন্ধ করে জোড়ালো প্রতিবাদ করার আহবান জানান। ফিলিস্তিনি যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য বাংলাদেশের প্রত্যেক মুসলমানকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার আহবান জানান। আলোচনায় অংশ নেন, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এড. মোজাম্মেল হক ফারুকী, হাশিমপুর ইউনিয়ন শাখার সহ- সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আরফাত হোসেন, আমিনুল ইসলাম, ছাবের আহমেদ, মাওলানা রাশেদ, আবু ছৈয়দ, আবরার উল্লাহ সমরকন্দী, মো. মামুন, জুনায়েদ প্রমুখ। পরে ফিলিস্তিন সহ বিশ্বের সকল মুসলমানদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব সৈয়দ মো. আমান উল্লাহ আমান সমরকন্দী।
Leave a Reply