৩০ জুনেই এইচএসসি পরীক্ষা শুরু


অনলাইন ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার তারিখ বদলের ভূয়া বিজ্ঞপ্তি ছড়াচ্ছে, যা ভিত্তিহীন উল্লেখ করে ৩০ জুনেই চলতি বছরের এইসএসসি শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেছেন, ‘পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সূচি অনুযায়ী আগামী ৩০ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

৩০ জুন সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এবারের এইচএসসি পরীক্ষা। ১১ আগস্ট লিখিত পরীক্ষা শেষে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবার ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন নয়নাভিরাম ক্যাম্পাস মির্জাখীল কলেজে ভর্তি চলছে এইচএসসি ১ম বর্ষে

কোভিড মহামারির কারণে এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়ার দীর্ঘদিনের সূচি এলোমেলো হয়ে যায়। এই সূচি ধীরে ধীরে আগের ধারায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার।

গত বছর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জানিয়েছিল। কিন্তু পরে তা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

তথ্যসূত্র: যুগান্তর


Related posts

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরই দায়িত্ব নিতে হবে’

Chatgarsangbad.net

এক লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Mohammad Mustafa Kamal Nejami

শিকলবাহা নুরানী পাড়া মাদক বিরোধী সচেতনতা মতবিনিময় সভা

Chatgarsangbad.net

Leave a Comment