এইচএসসি-আলিম পরীক্ষা আজ শুরু: চন্দনাইশে ৩ বোর্ডের ৪কেন্দ্রে পরীক্ষার্থী ২,৫১৩জন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

আজ ৩০ জুন রোববার দেশের অন্যান্য স্থানের মত চন্দনাইশেও ২০২৪ সালের এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড- চট্টগ্রাম’র অধীনে ২টি এইচএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড-ঢাকা’র অধীনে ১টি (চন্দনাইশ সদরস্থ জোয়ারা ইসলামিয়া ফাযিল মাদরাসা) কেন্দ্রে ১১ টি মাদরাসার ছাত্র-ছাত্রী আলিম পরীক্ষা দিবে। দোহাজারিস্থ জামালুর রহমান খান বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজ এবং বরমা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা দোহাজারী কেন্দ্রে (চন্দনাইশ সদরস্থ আমানত ছফা-বদরুন্নেছা মহিলা কলেজ ভেন্যুতে) প্রতিষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড-ঢাকা’র অধীনে একমাত্র কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিবে।

চট্টগ্রাম বোর্ডের অধীনে চন্দনাইশ -১ (গাছবাড়িয়া সরকারি কলেজ) কেন্দ্রে ৫টি কলেজের ১০৯২জন পরীক্ষার্থী, এতে হল সুপার হলেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুদ্দীন ও ট্যাগ অফিসার- ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি। চন্দনাইশ- ২/ বরমা ডিগ্রি কলেজ কেন্দ্রে গাছবাড়ীয়া সরকারি কলেজের ব্যবসায় শিক্ষার মোট পরীক্ষার্থী ৪৫০জন। এতে কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু তাহের ও ট্যাগ অফিসার এইউইও তপন কুমার পোদ্দার।

কারিগরি বোর্ডের দোহাজারি কেন্দ্রে ২কলেজের মোট পরীক্ষার্থী ৫০৯জন। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম ও ট্যাগ অফিসার এইউইও জীবন কানাই সরকার। মাদরাসা বোর্ড/চন্দনাইশ সদরস্থ জোয়ারা মাদরাসা কেন্দ্রে ১০প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২১৮ জন। এ কেন্দ্রের সচিবের দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী ও সহকারী মাওলানা মুহাম্মদ আবদুল মাজেদ। ট্যাগ অফিসার দায়িত্বে আছেন একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম ও শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ জানান, পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


Related posts

খাগড়াছড়িতে ঘুমন্ত শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা, মা আটক

Mohammad Mustafa Kamal Nejami

লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন

Chatgarsangbad.net

নির্মাণ সামগ্রী পরীক্ষায় চসিকের গবেষণাগার উদ্বোধন করলেন মেয়র

Chatgarsangbad.net

Leave a Comment