ব্রুনাইর সুলতানের সাথে আইআইইউসি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ড.আবু রেজা নদভী এমপির নেতৃত্বে আইআইইউসি প্রতিনিধিদলের ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সাথে সৌজন্য সাক্ষাত।

ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত সুলতান শরীফ আলী ইসলামিক ইউনিভার্সিটির ১৩ তম কনভেনশনে আমন্ত্রিত ডেলিগেট হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ২৯ আগস্ট ব্রুনাই পৌঁছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, ফরেন এ্যাফিয়ার্স ডিভিশনের ডাইরেক্টর মাহফুজুর রহমান। উল্লেখ্য, সুলতান শরীফ আলী ইসলামিক ইউনিভার্সিটির চ্যান্সেলর হচ্ছেন পৃথিবীর অন্যতম ধনী হিসেবে পরিচিত ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়াহ। প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর প্রতিনিধিদলকে ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাওয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রটোকল দেন ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ আবু বাক্কার ছিদ্দিক, প্রশাসনিক কর্মকর্তা সাতকানিয়ার আমিলাইশের অধিবাসী জনাব আবদুর রহিম, সুলতান শরীফ আলী ইসলামিক ইউনিভার্সিটির প্রতিনিধি বাংলাদেশি ছাত্র সাদেকুল বারী, উসুলে দ্বীন বিভাগের ছাত্র মোহাম্মদ শরীফ নদভী।

বুধবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত কনভোকেশনে সুলতান হাসান আল বলকিয়াহসহ ব্রুনাই সরকারের বিভিন্ন মন্ত্রী,পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের ইসলামিক ইউনিভার্সিটির ডেলিগেট এবং আন্তর্জাতিক ইসলামিক স্কলারগণ। কনভোকেশনের ফাঁকে প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নেতৃত্বে আইআইইউসি প্রতিনিধিদল সুলতান হাসান আল বলকিয়ার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ব্রুনাইয়ের সুলতান প্রতিনিধিদলকে তাঁর স্পেশাল মজলিসে নিয়ে যান। প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি সুলতান হাসান আল বলকিয়ার সামনে আইআইইউসি ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পরিচিতি পৃথক পৃথকভাবে তুলে ধরার পাশাপাশি প্রজেক্ট প্রোফাইল হস্তান্তর করেন ও ক্রেস্ট তুলে দেন এবং ব্রুনাইয়ের সুলতানের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেন। মহামান্য সুলতান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের এবং মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ইতিবাচক ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি শীঘ্রই বাস্তবায়ন হবে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রতিনিধিদল সুলতান ছাড়াও ব্রুনাইয়ের ধর্মমন্ত্রী ও গ্রান্ড মুফতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ব্রুনাইয়ের সুলতান, ধর্মমন্ত্রী ও গ্রান্ড মুফতিকে নিজের লেখা আরবী ও ইংরেজী বই উপহার দেন। প্রেস বিজ্ঞপ্তি

 


Related posts

মহেশখালী উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

Chatgarsangbad.net

চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Chatgarsangbad.net

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ আহমদুল হক চৌধুরীর ২০তম শাহাদাত বার্ষিকী পালন

Chatgarsangbad.net

Leave a Comment