Hom Sliderবাংলাদেশ

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ


২২ দিনের নিষেধাজ্ঞার পর উপকূলীয় অঞ্চলের নদীগুলোতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ইতোমধ্য সেই ইলিশ বাজারে বিক্রিও শুরু হয়েছে। আর মৎস্য কর্মকর্তা ও স্থানীয়রা জানিয়েছেন জাটকা সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞার সুফল মিলেছে। আজ শনিবার (২৯ অক্টোবর) দুপুরে দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে ইলিশ আসতে শুরু করে।

জানা গেছে, শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগর মোহনায় জাল ফেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। এতে হাসি ফুটেছে জেলেদের মুখে। এবারে ইলিশ বিক্রির টাকায় বিগত দিনের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন তারা।

মৎস্য আড়ৎ সূত্র জানায়, ২২ দিন নিষেধাজ্ঞা শেষে শনিবার প্রথম দিনের মতো জেলেরা নদীতে জাল ফেলে প্রত্যাশারও বেশি মাছ পেয়েছেন। বড় ইলিশ ছাড়াও সম্প্রতি বড় পদ্মা, চাঁদপুর, বিষখালীসহ বিভিন্ন স্থানে ৫ থেকে ২০ কেজি ওজনের কোরাল, বোয়াল, পাঙাশ, বাঘাইড়সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে। জেলেরা নদী থেকে বাজারে মাছ আনতে শুরু করছেন দুপুর ১২ টা থেকে। বাজারে চাহিদার তুলনায় যোগান কম থাকার কারণে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে পর্যাপ্ত মাছ সরবরাহ হলে দামও কমে যাবে।

আড়ৎদাররা বলছেন, নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এ অবস্থা চললে জেলেরা বিগত দিনের সংকট কাটিয়ে উঠতে পারবে। তিনি বলেন, নিষেধাজ্ঞার ২২ দিন পর বাজারে শনিবার প্রথম বিক্রি হচ্ছে ইলিশ। তাই চাহিদাও প্রচুর। চাহিদার তুলনায় মাছের যোগান কম থাকার কারণে দাম একটু চড়া। মাছের সরবরাহ বাড়লে দামও কমে যাবে।

এদিন সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাজারে নতুন আসা দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা এক কেজি, ১ কেজি থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ টাকা কেজি দরে। ৬০০ গ্রাম – ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯৪০ টাকা কেজি, আর তারও ছোট ২২০ গ্রাম থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৪৬০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


Related posts

চন্দনাইশে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা, স্কেভেটর ও ট্রাক জব্দ

Chatgarsangbad.net

কয়ারের মাসব্যাপী বঙ্গবন্ধু বিষয়ক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

Chatgarsangbad.net

বন্ধৃকৃত ক্রিসেন্ট কারখানা কমিটির উদ্যোগে অবিলম্বে লিজপ্রথা বাতিল

Chatgarsangbad.net

Leave a Comment