সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী


মো.দিদারুল আলম

চট্টগ্রামে প্রবেশধার সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের জন্য ট্রমা সেন্টারের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন।
আজ শুক্রবার সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এই ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন এই আসনের সংসদ সদস্য এস এম আল মামুন, স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক খুরশিদ আলম, পরিচালক (প্রশাসন) ডাক্তার সামিউল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ, অতিরিক্ত পুলিশ সুপার নায়হানুল বারী, সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পি পি এম,সরকারী কর্মকর্তা, স্হানীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন হাসপাতালের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, জিন এক্সপার্ট ও রোগী ভর্তি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন। নিজের ডায়াবেটিস পরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন মন্ত্রী। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।
এ সময় তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহাসড়কের পাশে অবস্থিত হাওয়ায় এখানে প্রায় সময়ই দুর্ঘটনায় আহত রোগী আসেন। এ কারণে এখানে ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা রয়েছে। আলাদা করে ট্রমা সেন্টার স্থাপন সময় সাপেক্ষ এবং ব্যয় বাহুল্য। তাই আলাদা ভবন না করে স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারকে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে উন্নত করা হবে। যাতে দুর্ঘটনায় আহত যে কোন ধরনের রোগীকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। এছাড়া স্হানীয় সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে এই হাসপাতালকে অগ্রাধিকার ভিত্তিতে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের দ্রুত প্রক্রিয়া শুরু করা হবে।মন্ত্রী কর্মরত ডাক্তারদের আন্তরিকতার সহিত কাজ করে যাবার নির্দেশ দেন।


Related posts

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া

Chatgarsangbad.net

ঘুমধুম সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি

Mohammad Mustafa Kamal Nejami

আগ্রাবাদ ও হালিশহর বিদ্যুৎ বিতরণ বিভাগে দুদকের অভিযান

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment