আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

রাজনীতির মাঠে কোণঠাসা বিএনপির অঙ্গসংগঠনেও গ্রুপিং


অনলাইন ডেস্কঃ রাজনীতির মাঠে কোণঠাসা বিএনপির অঙ্গসংগঠনে গ্রুপিং বাড়ছে, যা মাঝেমধ্যে প্রকাশ্যে এসে পড়ছে। সোমবার (২২ এপ্রিল) রাজধানীতে জাতীয়তাবাদী যুবদলের চলমান কমিটি ‘ব্যর্থ, অকার্যকর, নিষ্ক্রিয়’ অভিযোগ করে মিছিল ও সমাবেশে করেছেন যুবদল ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা।

তাদের অভিযোগ, রাজপথে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হচ্ছে। সমাবেশে নেতারা বলছেন, ২৫০ সদস্যের যুবদলের কমিটিতে অযোগ্য, নিষ্ক্রিয়, পলায়নোন্মুখদের দিয়ে কমিটি করা হয়েছিল। ফলশ্রুতিতে সরকার পতনের একদফা আন্দোলনে গুটিকয়েক বাদে অধিকাংশ যুবদল নেতাদের রাজপথের কর্মসূচিতে দেখা যায়নি। আন্দোলন চলার সময়ে অনেককেই পরিবারের সদস্যদের নিয়ে বিদেশ ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। ঘোষিত হরতাল অবরোধ কর্মসূচি সফল করার পরিবর্তে অনেকেই নিজ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসূচি পালন থেকে দূরে থেকেছে।

আরও পড়ুন আলমগীরসহ বিএনপির ২ নেতা বহিষ্কার

তাদের মতে, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। নির্বাহী কমিটির কোনো সভা ডাকলে সেখানে অধিকাংশ নেতা উপস্থিত হচ্ছেন না।

সমাবেশে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক সদস্য সৈয়দ আবেদীন প্রিন্স, আহসানুল্লাহ তুষার। সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি তারিক উজ জমান, শোয়াইব খন্দকার, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক মাহবুব শিকদার প্রমুখ।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর