আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চন্দনাইশে নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে সংকট


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলার দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বেশির ভাগ অগভীর নলকূপে পানি উঠছে না। যে টিউবওয়েলগুলো সচল আছে তাতেও পানি ওঠার পরিমাণ কমে গেছে। সংকট মেটাতে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের জন্য দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১০টি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে পৌর পরিষদ।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কিল্লাপাড়া এলাকায় ৮শ ফিট গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম।

আরও পড়ুন চন্দনাইশে পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন

পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আলমগীর, এসএম পহর উদ্দিন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, সমাজসেবক আবু তাহের সওদাগর, জানে আলম, আবু তৈয়ব কোম্পানি, মো. শফি, আব্দুর রশিদ, ঠিকাদার বাদশা মিয়া, মো. মুছা, মোবারক হোসেন প্রমুখ।

উদ্বোধনকালে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মোহাম্মদ ইসলাম নকশবন্দি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর