চট্টগ্রাম

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির নেতৃত্বে মহিউদ্দিন-ইব্রাহিম


নিজস্ব প্রতিবেদক

উৎসব মুখর আয়োজনে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির  ২০২৩-২৫ সালের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে মহিউদ্দিন ইব্রাহিম খলিল পরিষদ ও মোহাম্মদ খায়রুজ্জামান ও ইসমাইল হোসেন বিলাল পরিষদ চেয়ারম্যান ও সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ মহিউদ্দিন (কর্ণফুলী) পূনরায় সেক্রেটারি নির্বাচিত হন একই পরিষদের ইব্রাহিম খলিল (আনোয়ারা।

রবিবার (২৫ জুন) ম্যানচেস্টার বাংলাদেশ হাউজে সদস্যদের উপস্থিতিতে নানা উৎসাহ উদ্দীপনায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব ছিলেন এডভোকেট মীর সহীদ, মোঃ নাছির এবং আলাউদ্দিন সেলিম।

উৎসব মুখর নির্বাচনে অন্যান্যদের মধ্য উপস্তিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মো আবুল কাসেম, সাবেক চেয়ারম্যন মোঃ নাছির, মোঃ হুমায়য়ুন আকবর, সাবেক সেকেটারী শোয়েব মাহমুদ, ডাঃ নুরুল হাসান, মোঃইউছুপ চৌধুরী, মোঃ আনোয়ারুল ইসলাম, আজিজুর রহমান, লোকমান চৌধুরী, মনিরহোসেন রিপন, এহসানুল সাহ, মোঃ সরফরাজ, আমিনুল ইসলাম, ফকরুল ইসলাম, নজরুল ইসলাম, আকবর আলী, আবদুল কাদের, ইয়াকুব আলী, আরমান সিকদার, কুতুব উদ্দিন, মোঃ সোলাইমান, শাহজাহান ইসলাম প্রমুখসহ চট্টগ্রাম সমিতির সকল সদস্যগন।

এদিকে নির্বাচনের অনুষ্ঠানের আগামী ২১ দিনের মধ্যে চেয়ারম্যান ও সেক্রেটারি পূর্ণাজ্ঞ কমিটি ঘোষনা করবেন।


Related posts

কানাইমাদারীর আমানত খানের ইন্তেকাল

Saddam Hossain

লোহাগাড়ায় দুটি হাসপাতালের ওটি বন্ধের নির্দেশ

Chatgarsangbad.net

এডিসি হচ্ছেন চন্দনাইশের ইউএনও মাহমুদা বেগম 

Chatgarsangbad.net

Leave a Comment