আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইসিসির সার্টিফিকেট পেয়ে আশরাফুলের চোখে নতুন স্বপ্ন


জাতীয় দল এখন অতীত। মাঝে মাঝে মাঠে নামলেও সেই জৌলুস আর পাওয়া যায় না মোহাম্মদ আশরাফুলের মাঝে। শেষ হয়েছে তার পেশাদার ক্রিকেটের অধ্যায়। এখন তার চোখে নতুন স্বপ্ন। সেই স্বপ পূরণের একটি বড় পথ পাড়িও দিয়েছেন সাবেক এই অধিনায়ক।  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন আশরাফুল। এখন স্বপ্ন জাতীয় দলের গুরু হওয়ার।

সোমবার (১৬ সেপ্টেম্বর) আইসিসির লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন আশরাফুল। এরপর গণমাধ্যমকে জানান, স্বপ্ন দেখলে বড় স্বপ্নই তো দেখব, তাই না? কোচিংয়ে যখন আসব, তখন জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নই তো থাকবে।

এর আগে আইসিসি থেকে স্বীকৃতি পাওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্য আশরাফুল লেখেন, আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি।

টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলে লেভেল-১ কোচিং কোর্স না করলেও চলে। আর ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল-২ কোচিং কোর্স করেছিলেন আশরাফুল।

গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর