Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

পটিয়ায় যৌতুকের দাবিতে তরুণীর আত্মহত্যা: সেই হবু স্বামী গ্রেফতার


ফারুকুর রহমান বিনজু, পটিয়া

চট্টগ্রামে পটিয়ায় যৌতুকের দাবিতে রিমা আক্তার (২১) নামের এক তরুণী গায়ে হলুদের দিন দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় হবু স্বামী মিজানুর রহমান মোরশেদকে গতকাল বুধবার (৩ জুলাই) ভোরে সিলেট মহানগর শায়েস্তা গঞ্জ কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে পটিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন। উল্লেখ যে,গত ২৭ জুন মেহেদী অনুষ্ঠানের দিন রিমা আক্তারের সাথে যৌতুকে ফার্নিচার দেয়ার বিষয়কে কেন্দ্র করে বর মিজানুর রহমান মোরশেদ সাথে মুবাইলে তুমুল ঝগড়া হয় রিমার।এতে রীমা অপমানে চিরকুট লিখে আত্মহত্যা করেন।ঘটনার পরেরদিন ২৮জুন রীমার বাবা মনির আহমদ বাদী হয়ে মিজানুর রহমান মোরশেদের বিরুদ্ধে পটিয়া থানায় আত্নহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করে। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন রিমা র সাথে মোরশেদের চার বছরের প্রেমের সম্পর্ক । গত দেড় বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ের কথা ঠিক হয়। আকবর শাহ দরগাহ কাবিননামা সম্পন্ন হয়। বর যাত্রীর খাবার বিষয়ে দুই লাখ টাকা রিমার পরিবার থেকে মোরশেদের পরিবার নগদ নেওয়ার পরও বিয়ের আগের দিন ফার্নিচার দাবি করেন বরপক্ষ। রিমার পরিবার বিয়ের পরে ফার্নিচার দেওয়া কথা বলার পরও,মোরশেদ রিমাকে ফোন করে অনুষ্ঠানের দিন ফার্নিচার তার বাড়িতে না পৌঁছলে সে বিয়ের পিঁড়িতে বসবেন না। তাদের মধ্যে ফোনে ঝগড়ার এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে সিলিংফ্যানের সাথে রঁশি পেঁচিয়ে রিমা আত্মহত্যা করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে গত ৩ জুলাই বুধবার ভোরে সিলেট থেকে স্বামী মোরশেদকে গ্রেপ্তার করে পটিয়া থানায় নিয়ে আসেন।যৌতুক লোভী মোরশেদের গ্রেপ্তারের সংবাদ পেয়ে তার উপযুক্ত সাজা দাবী করেন পটিয়া বাসী।


Related posts

ভারতের পাঞ্জাবে ভূমিকম্প

Chatgarsangbad.net

পুলিশের কাছে ভারি মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Mohammad Mustafa Kamal Nejami

দূষিত বাতাসের দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ

Chatgarsangbad.net

Leave a Comment