আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহানগরে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


দিদারুল আলম (দিদার)➤চাটগাঁর সংবাদ।

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ৭ বছরের পলাতক আসামি আলী আকবরকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে আকবরের অবস্থান চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় জানতে পেরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত আলী আকবর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ডলু আরলিয়া গ্রামের মৃত হাচি মিয়ার ছেলে।শুক্রবার (৫ মে) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৬ সালে ২০ জানুয়ারী ভুজপুর থানাধীন বাদুরখিল এলাকার একটি খামার বাড়ির গাছের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নারীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেলে নিহতের বাবা এঘটনায় নিহতের স্বামী আলী আকবরকে আসামি করে একটি মামলা দায়ের করেন। খুনের ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে যায়। ময়নাতদন্তে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেলে ভিকটিমকে নৃশংসভাবে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার দায়ে আলী আকবরকে মৃত্যুদন্ড প্রদান করেন আদালত। তাকে আটক চেষ্টায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার একপর্যায়ে চট্টগ্রাম নগরী বায়জিদ থানা এলাকা থেকে তাকে আটক করি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর