আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের ৫৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত


বোয়ালখালী প্রতিনিধি:

মুক্তিযুদ্ধে বোয়ালখালীর প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তন শহীদ এখলাছের নামে নামকরণ করা হলেও এখন আর দেখা যায় না।’

শুক্রবার (২ আগস্ট) বিকালে খেলাঘর বোয়ালখালী উপজেলার উদ্যোগে মুক্তিযুদ্ধে বোয়ালখালীর প্রথম শহীদ বীরমুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের ৫৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরন সভায় বক্তারা এ কথা বলেন।

সংগঠনের সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে দিশারী খেলাঘরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমা আকতারের পরিচালনায় স্মরন সভায় বক্তব্য রাখেন শহীদ এখলাছের ভাগিনা মোজাম্মেল হক এরশাদ, কামরুল হাছান,এডভোকেট নূরুল আবরার মিনার, দিশারী খেলাঘরের সহ সভাপতি শিমুল দে, সাংগঠনিক সম্পাদক যুথিকা দে, সমাজকল্যাণ সম্পাদক রাজিয়া সুলতানা,অর্থ সম্পাদক ঐশী দে,পাঠাগার সম্পাদক কে এম মিজবাহ উদ্দিন জয়, রিয়া মল্লিক,সানজিদা আকতার লিজা,প্রিয়া নাথ, পুষ্পিতা তালুকদার,ফারিহা নাঈম ঐশী, অভয় তালুকদার প্রমুখ।

স্মরণসভার শুরুতে শহীদ বীরমুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খেলাঘরের সদস্যবৃন্দ ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর