Hom Sliderদক্ষিণ চট্টগ্রামবাংলাদেশ

বোয়ালখালীতে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিফ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প


অনলাইন ডেস্কঃ বোয়ালখালীতে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিফ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুস্ঠিত হয়েছে। সম্প্রতি বোয়ালখালী উপজেলার হাওলা উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পে ৩৪০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিফ ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বোয়ালখালী ফোরাম চট্টগ্রামের সদস্য আশুতোষ দাশের সঞ্চালনায় ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌর মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম জহুর।

বিশেষ অতিথি ছিলেন হাওলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী, হাওলা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কান্তি চৌধুরী, বোয়ালখালী ফোরাম চট্টগ্রামের সভাপতি এস এম ওয়াজেদ, চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক সমবায় সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন, হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এস এম সরফরাজ নেওয়াজ রিমন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিফ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক স ম জিয়াউর রহমান, লায়ন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, বোয়ালখালী ফোরাম চট্টগ্রামের সিনিয়র সহ সভাপতি এম আরশাদ হোসেন।

আরও পড়ুন ওমেন চেম্বারে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভা ৯ জুন

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ও চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করেন পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এস এম জসিম উদ্দিন।

সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পরা মানুষের কথা ভেবে সাধারণ মানুষের কল্যাণে সকলকে
এগিয়ে আসতে হবে। সরকারের সমষ্টিক উন্নয়ন সমৃদ্ধ করতে সমাজের বিত্তশালীদেরও মানবিক দৃষ্টিভঙ্গিতে সমাজ উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিফ ফাউন্ডেশন মানবিক দায়িত্ব পালন করে মেডিকেল ও চক্ষু ক্যাম্প আয়োজন করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, প্রবীর কুমার দাশ, মো. কামাল উদ্দিন, ডা. পরিতোষ বড়ুয়া, নুর মোহাম্মদ প্রমুখ।


Related posts

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের: মির্জা ফখরুল

Chatgarsangbad.net

আজ বিশ্ব হার্ট দিবস

Chatgarsangbad.net

পটিয়ায় জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Chatgarsangbad.net

Leave a Comment