Hom Sliderবাংলাদেশ

বিদেশী কূটনীতিকদের আচরণবিধি মেনে চলার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর


বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের শিষ্টাচারের সঙ্গে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ সোমবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি বলেন, এখানে নিযুক্ত কূটনীতিকরা তাদের আচরণবিধি সম্পর্কে অবগত রয়েছেন। তারা তা মেনে চলবেন, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ এখন আর কোনো দেশের কলোনি নয়। এটি একটি স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্র।

আমাদের দেশের বিভিন্ন লোকজন বিদেশী কূটনীতিকদের কাছে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করেন ও পরামর্শ নেন বলে অভিযোগ করেন মন্ত্রী। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ অথবা কাল আমাদের এ সংস্কৃতি পরিবর্তন করতে হবে।

এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছিলেন, এদেশে নিযুক্ত বিদেশী কূটনীতিকরা সীমা অতিক্রম করলে, সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতের দেশের অভ্যন্তরীণ কিছু বিষয়ে করা মন্তব্য ঘিরে আলোচনা শুরু হয়। বলা হয়, বিদেশী কূটনীতিকদের মন্তব্যগুলো ভিয়েনা কনভেনশনের আওতায় কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সাংঘর্ষিক।

তথ্যসূত্র: বণিক বার্তা


Related posts

ফাঁকা হচ্ছে চট্টগ্রাম, নাড়ির টানে বাড়ি ফিরছে নগরবাসী

Chatgarsangbad.net

বেরোবির তিন শিক্ষার্থী মোবাইল ব্যবসায়ী হাতে বেধরক পিটুনি শিকার

Chatgarsangbad.net

অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার সওয়াব

Chatgarsangbad.net

Leave a Comment