আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতীকি ছবি

সীতাকুন্ডে অগ্নিদুর্ঘটনা


চট্টগ্রামের সীতাকুন্ড পৌর সদরের জলসা শেরওয়ানি নামে একটি প্রতিষ্ঠানে ফের অগ্নিকাদুর্ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুর একটার দিকে পাঁচতলা ভবনের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচতলা ভবনের দোতলায় দুপুর একটার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দিলে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, বিগত তিন মাস আগেও একই প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটে। সেবারও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে ফায়ার সার্ভিস তখন জানায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর