আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

পটিয়ায় নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে অর্থদণ্ড


ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধিঃ মেয়াদ্দোর্ত্তীণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রীর অপরাধে পটিয়ায় ৭ দোকানদারকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল ইসলাম।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও ড্রাগ অ্যাক্ট, ১৯৪০ এর আওতায় পৌরসদর পোস্ট অফিস মোড়, থানার হাট ও এস আলম গেইট সংলগ্ন সাত ওষুধের দোকানে এ জরিমানা করা হয়।

পটিয়া ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন চাটগাঁর সংবাদকে জানান, পৌর সদরের বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদ্দোর্ত্তীর্ণ ওষুধ ও সরকার ঘোষিত প্রজ্ঞাপন দ্বারা নিষিদ্ধ ওষুধ বিক্রীর গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়েছে। এ অভিযান চলমান রাখা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর