আজ ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় সবজি ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার


সাতকানিয়ায় আবদুল আজিজ (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। আবদুল আজিজ উপজেলার নলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম নলুয়ার তালতল এলাকার আবদুল মজিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাতটার দিকে আবদুল আজিজ পশ্চিম নলুয়ার পেরগার কুল বিলে নিজের সবজি ও ধানখেত পরিচর্যা করতে যান। সকাল ৯টার
দিকে পরিবারের সদস্যদের কাছে খবর আসে, আবদুল আজিজ কচুখেতে পড়ে আছেন। পরে স্বজনেরা সেখান থেকে আবদুল আজিজকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আবু সাদাত বলেন, হাসপাতালে আনার অনেক আগেই আবদুল আজিজ নামের ওই কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাঁ পায়ে হালকা জখমের একটি দাগ দেখা গেছে। সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর