আইআইইউসির আইন বিভাগের ৩৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আইন
বিভাগের ৩৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আইন বিভাগের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা ও মানপত্র পাঠসহ নানা আয়োজন ছিলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ডক্টর মাহি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির রেজিস্ট্রারার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইফতেখার উদ্দিন এবং আইআইইউসি ফিমেল একাডেমিক জোনের কো অর্ডিনেটর মিসেড ফারহানা ইয়াসমিন চৌধুরী।

এসময় অধ্যাপক ড. মাহি উদ্দিন বলেন, আইআইইউসির আধুনিক ও গুণগত মানসম্পন্ন মানবসম্পদ তৈরিতে বদ্ধপরিকর। তোমরা স্বপ্ন দেখো, এমন স্বপ্ন দেখো, যা তোমাদের ঘুমাতে না দেয়। গরিব অসহায় বিচার প্রার্থীদের হারানো অধিকার ফিরিয়ে দিতে তোমরা একনিষ্ঠভাবে কাজ করে যাবে, তাহলেই তোমরা স্বপ্নের মতো বড় হবে, তোমাদের জীবনের লক্ষ্য অর্জিত হবে।

আরও পড়ুন রাষ্ট্রপতিকে সমাবর্তনের আমন্ত্রণ জানাতে বঙ্গভবনে আইআইইউসির প্রতিনিধি দল

এছাড়া গবেষণাতে ওপর জোর দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এজন্য শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও এগিয়ে আসার আহ্বান জানান ড. মাহি উদ্দিন।

বিশেষ অথিতি আ ফ ম আখতারুজ্জামান কায়সার বলেন, ‘তোমরা এমন বিভাগে পড়তে এসেছ যার পদচারনা সকল ক্ষেত্রে রয়েছে, আইন এমন একটি প্রয়োগিক বিষয় যা পড়াশোনা করে সব জায়গায় বিচরণ করতে পারবে।’

আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান জনাব মঞ্জুর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায় সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের সহকারী
অধ্যাপিকা ফয়জুন্নেসা তরু, আইন বিভাগের ফিমেল কো অর্ডিনেটর সুফিয়া খানম।

অনুষ্ঠানে আইন বিভাগের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক জনাব রিদওয়ান গনী, সহকারি প্রক্টর এডভোকেট মো. নাছির উদ্দিন, মিসেস তাসলিমা খানম, ড. মুহাম্মদ সাইফুল ইসলামসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আইন বিভাগের প্রভাষক মিসেস নুসরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বিভাগের শিক্ষার্থী ফাতেমা নাজনীন ও মাইশা ফারজানা নাহিয়ান।


Related posts

রাঙ্গুনিয়ায় ফ্রি চিকিৎসা সেবা পেল দুই হাজার মানুষ

Md Maruf

চন্দনাইশে ১০ দিন ধরে তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজুর রহমান নিখোঁজ

Mohammad Mustafa Kamal Nejami

পরামর্শ সভা হয় চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসায়

Md Maruf

Leave a Comment