আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরকল বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশের বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল ২২মার্চ ২০২৩ বুধবার দুপুরে দাতা সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল জব্বার চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবদুশ শহীদ মছউদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, এসএমসি সদস্য সাজ্জাদ হোসেন চৌধুরী পারভেজ, জাকের হোসেন কমরু, আ ক ম মোজাম্মেল হক খান, ইসলাম খান, মোহাম্মদ মনজুর প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক নুরুল কবির চৌধুরী।


বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা গ্রহণ করে নিজেকে যোগ্য ও মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। দেশের ও বিশ্বের উন্নয়নে অংশ নিতে হবে। মহিলা কোন অবস্থাতে, কোন ক্ষেত্রে পিছিয়ে থাকতে পারে না। তাঁদের এগিয়ে যেতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর