আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেইথের বিনামূল্যে চোখ অপারেশন কর্মসূচি

বিনামূল্যে ৮ রোগীর চোখ অপারেশন করালো ‘ফেইথ’


বিনামূল্যে আটজন দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন করালো ‘ফেইথ’। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. মো. সামিয়ুল করিম চৌধুরীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, চট্টগ্রামের বাংলাদেশ চক্ষু হাসপাতালে তাদের চিকিৎসা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আসন্ন মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯৪তম পবিত্র খোশরোজ শরীফ (জন্মদিন) উপলক্ষে ‘ফেইথ’ এর ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে অসহায় দরিদ্র মানুষকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হচ্ছে। এ কর্মসূচির আওতায় ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ জাফর চৌধুরী (শাহীনের) তত্ত্বাবধানে দাঁতমারা গ্রাম থেকে ৩জন এবং চট্টগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আরো ৫জন দরিদ্র রোগীর চোখের ছানির অপারেশন সম্পন্ন হয়েছে।’

অপারেশন কার্যক্রম উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম রাশেদুল আলম। এসময় উপস্থিত ছিলেন ফেইথের সভাপতি মো. সেলিম, কামাল উদ্দিন আহমদ, ফজলুল হক ফজু, রেজাউল আলী আহসান চৌধুরী (ইবনুল), মোর্শেদুল করিম চৌধুরী, ডা. মো. সামিয়ুল করিম চৌধুরী, মোহাম্মদ ওমর ফারুখ, ইউসুফ আলী, শফিকুর রহমান সুমন, সরোয়ার জাহান চৌধুরী, ওমর ফারুখ, ছালেহ আহমদ প্রমুখ।

অপারেশনের দায়িত্বে ছিলেন চক্ষু চিকিৎসক ডা. আলতাফ উদ্দিন খাঁন ও মং মরমা।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বিনামূল্যে চোখ অপারেশনের এ কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করে ফেইথ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর