চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে চন্দনাইশ আ’লীগের বর্ধিত সভা


মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। পর্যায়ক্রমে তৃতীয় দফায় ক্ষমতায় আ’লীগ, দেশের উন্নয়নে ঈশ্বার্ণিত হয়ে বিএনপি- জামাত দেশে অরাজগতা করার চেষ্টা করছে। তাই আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সুসংগঠিত হয়ে জনসভাকে সফল করতে হবে। প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলার নেতা-কর্মীদের সুসংগঠিত করে জনসভায় অংশগ্রহণ করে দেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ আ’লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনপ্রিয়তায় সবার উর্ধ্বে। বিগত সময়ে বাংলাদেশে যে সকল উন্নয়ন কর্মকান্ড হয়েছে, তা স্বাধীনতার পর অনেক সরকার ক্ষমতায় ছিল, কিন্তু এর একাংশ উন্নয়ন করতে পারেনি। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নিবার্চনে আ’লীগের প্রার্থীদের জয়যুক্ত করার আহবান জানান। অন্যথায় দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে, দেশ পিছিয়ে যাবে।
গত ১২ নভেম্বর বিকালে উপজেলা আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে বর্ধিত সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। যুগ্ম সম্পাদক আবু হেনা ফারুকীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, আ’লীগ নেতা যথাক্রমে মাহাবুবুর রহমান শিবলী, মুক্তিযোদ্ধা ফেরদাউস ইসলাম খান, আবুল বশর ভুইয়া, বলরাম চক্রবর্তী, মাস্টার আহসান ফারুক, এম কায়সার উদ্দিন চৌধুরী, মাহাবুর রহমান চৌধুরী, হেলাল উদ্দিন চৌধুরী, সেলিম উদ্দিন, এড. আবু সালেহ, মো. ইদ্রিস, সমীরন দাশ তপন, জয়শান্ত বিকাশ বড়ুয়া, আব্দুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, বেলাল হোসেন মিঠু, জাকের হোসেন কমরু, উৎপল রক্ষিত, ফরিদুল ইসলাম চৌধুরী, আবদুস শুক্কুর, বশীর উদ্দিন মুরাদ, এফ এম সালাহ উদ্দিন, নাছির উদ্দিন, মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান যথাক্রমে আহমদুর রহমান, আমিন আহমদ চৌধুরী রোকন, আবদুল আলীম, এস এম সায়েম প্রমুখ।


Related posts

ফুলের হাসি ফাউন্ডেশন কতৃক প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন

Chatgarsangbad.net

ফটিকছড়ি রিপোর্টার্স ইউনিটির সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাইপর্বে ১ম হলেন দোহাজারীর মেয়ে বুশরা

Chatgarsangbad.net

Leave a Comment