আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কার্যকরী পরিষদের সাথে উপদেষ্টা পরিষদের ২য় যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সালাম মাসুম।

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কার্যকরী পরিষদের সাথে উপদেষ্টা পরিষদের মতবিনিময়


চাটগাঁর সংবাদ ডেস্কঃ তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কার্যকরী পরিষদের সাথে উপদেষ্টা পরিষদের ২য় যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সমিতির পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (৮ আগস্ট) সমিতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ কবির দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা ও ৩১ নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সালাম মাসুম। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক, জামাল আহমদ, জসিম উদ্দিন কবির, মোহাম্মদ
ইসমাইল, আলহাজ্ব মো: ছমীর উদ্দিন প্রমুখ।

সভায় রাজনৈতিক আশ্রয়, প্রশ্রয়ে যেসকল সংগঠন শান্তিপূর্ণ ব্যবসায়ীক এলাকায়
অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার
আহ্বান জানানো হয়। এছাড়া তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার বিরুদ্ধে নিন্দা জানানো হয়।

ব্যবসায়ীদের কল্যাণের স্বার্থে সমিতি কর্তৃক গৃহীত সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগীতা অব্যাহত রাখার কথা পুনঃব্যক্ত করেছেন সংগঠনটির ব্যবসায়ী নেতারা।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি মো ফারুক আজম এম এ, সহ সভাপতি আলহাজ্ব মো. সেলিম, বজলুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল আলীম, সহ সাধারণ সম্পাদক তৌহিদুল আলম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. আবদুল জলিল, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, ধর্মীয় সম্পাদক মাঈনউদ্দিন, নির্বাহী সদস্য মিনহাজুল
আবেদীন, সাদ্দাম হোসেন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর