বিএনপি গণতন্ত্রের কথা বললেও তাদের মাঝে গণতন্ত্র নেই: ভূমিমন্ত্রী


আহসান উদ্দীন পারভেজ:

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি জামায়াত যে দুঃস্বপ্ন দেখছে, তাদের সে দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। তাদের অবশ্যই নির্বাচনে আসতে হবে। তারা গণতন্ত্রের কথা বললেও তাদের মাঝে গণতন্ত্র নেই। তিনি আরও জানান, স্বাধীনতাবিরোধী শক্তির হাতে কোনোভাবেই ক্ষমতা দেয়া যাবে না। আওয়ামী লীগের নৌকা স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে; না হলে এদেশের উন্নয়ন অগ্রগতি আবারও পিছিয়ে যাবে। উন্নয়ন কত প্রকার ও কী কী তা শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। জনগণ এখন আর বোকা নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক মিথ্যাচার করা হয়েছিল। সে মিথ্যাচার এখন জনগণ বুঝতে পারছে।

শনিবার বিকালে কর্ণফুলী উপজেলা চত্ত্বরে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী ফারুক আমজাদ খান। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ড. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একে এম আজিজ, নাফিউল করিম নাফা, তারেক মাহামুদ চৌধুরী পাপ্পু, সাতকানিয়া উপজেলা আ. লীগের সভাপতি আবদুল মোতালেব, কর্ণফুলী উপজেলা আ. লীগের সভাপতি ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আ. লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সোলায়মান তালুকদার, জসিম উদ্দিন চৌধুরী, মো. দিদারুল ইসলাম চৌধুরী, মো. জহুরুল ইসলাম জহুর, এম.এ হাশেম, মো. শাহেদুর রহমান শাহেদ, সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার, মিজানুর রহমান সেলিম, তৌহিদুল ইসলাম রহমানী প্রমুখ।


Related posts

চবি’র এএফ রহমান ছাত্রাবাসে ১৬ দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের

Chatgarsangbad.net

চন্দনাইশের শ্রীশ্রী গোকুলেশ্বরী কালী বাড়ি ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে মোবাইল কোর্ট, সোয়া লক্ষ টাকা জরিমানা

Chatgarsangbad.net

Leave a Comment