চট্টগ্রাম

কেরানীহাটে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


সাতকানিয়া উপজেলার কেরানীহাটে ৬ই মার্চ (বুধবার) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে কেরানিহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে টানা ৬ ঘন্টা চলে উক্ত অভিযান।

অভিযানে কেরানিহাট বাজার এলাকার চট্টগ্রাম কক্সবাজার মহসড়কের পাশ্ববর্তী  প্রায় ৩ কি.মি জায়গার মধ্যে ছোট বড় স্থায়ী অস্থায়ী প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা, দোকান, বিলবোর্ড ইত্যাদি অপসারণ করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনের অবৈধ স্ট্যান্ড সরিয়ে দেয়া হয়।
উচ্ছেদকালীন সময়ে মহাসড়কে অবৈধ পার্কিং এর অপরাধে এক প্রাইভেট কার চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং কেরানিহাটকে দখলমুক্ত ও যানজট মুক্ত রাখার জন্য সকল অংশীজনের সহযোগিতায় সব ধরণের পদেক্ষেপ নেওয়া হবে বলে জানান।


Related posts

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কালিয়াইশ আওয়ামীগের যৌথ সভা

Shahidul Islam

সিজেকেএস নির্বাচন আগামিকাল

Chatgarsangbad.net

নাইক্ষ্যংছড়ির সীমান্তে অবৈধ বার্মিজ গরু জব্দ

Chatgarsangbad.net

Leave a Comment