আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বোয়ালখালীতে স্মার্ট বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতা ২৪ নভেম্বর


অনলাইন ডেস্কঃ ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে বোয়ালখালীতে ‘তারুণ্যের ভাবনায়: ডিজিটাল বাংলাদেশের উত্তরণ ও আগামীর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতা আগামি ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন ২০২৩ সালে এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকেও সংবর্ধনা দেওয়া হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সনদপত্র প্রদানের পাশাপাশি রচনা প্রতিযোগিতায় নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিভিত্তিক প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। বোয়ালখালী উপজেলাধীন সকল মাধ্যমিক, মাদরাসা ও কলেজ পর্যায়ের নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২০ নভেম্বরের মধ্যে নিজেদের লিখিত রচনা (হোয়াটসঅ্যাপ-০১৭৪৯০৫৪৪২০/০১৮১৬৪৮৪৩১২) প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরিত হচ্ছে ‘স্মার্ট চট্টগ্রাম’

প্রতিযোগিতায় বোয়ালখালী উপজেলার সকল মাধ্যমিক, মাদরাসা ও কলেজ
পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করে স্মার্ট বাংলাদেশ উৎসবকে সফল করতে আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান ও উৎসব কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর