Hom Sliderবাংলাদেশ

জলবায়ু সহনশীল চাষাবাদ সম্প্রসারণে গুরুত্ব পরিবেশমন্ত্রীর


জলবায়ু সহনশীল চাষাবাদ সম্প্রসারণে গুরুত্ব দেয়ার কথা বললেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, এজন্য গবেষণায় জোর দিতে হবে।

আজ সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে ২০৩০ সালের মধ্যে কৃষির উৎপাদনশীলতা দ্বিগুণ করার মাধ্যমে বর্ধিত খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এজন্য ফসলের জলবায়ু সহনশীল নতুন নতুন জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণ ও পরিবেশ বান্ধব কৃষি উপকরণের ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষি পণ্য প্রক্রিয়াজাত, ভ্যালু চেইন উন্নয়নসহ সংশ্লিষ্ট বিষয়গুলির দিকে গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরো বলেন, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কৃষি পণ্য রপ্তানির বাজার অনুসন্ধান করতে হবে এবং চাহিদা অনুযায়ী রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদনের সময় গ্যাপ নীতমালা অনুসরণ করতে হবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, গ্লোবাল এ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের নির্বাহী পরিচালক ডক্টর লরেন্স হাদ্দাদ, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি সাসো মার্টিনো, বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউিটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজির প্রমুখ।


Related posts

কর্ণফুলী উপজেলাসহ ৫২উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা

Chatgarsangbad.net

নানান আয়োজনের মধ্য দিয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবস উদযাপন

Md Maruf

চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত

Chatgarsangbad.net

Leave a Comment