আজ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কাতারের আমির


অনলাইন ডেস্কঃ বাংলাদেশে সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে সকাল সোয়া ১০টায় রাজধানীর তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। এরপর চামেলি হলে অনুষ্ঠিত হবে প্রতিনিধি পর্যায়ের আলোচনা।

কার্যালয়ের করবী হলে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। এ সময় দুই নেতা সেখানে উপস্থিত থাকবেন ও এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন। সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করবেন কাতারের আমির।

আরও পড়ুন এলএনজি উৎপাদনে সক্ষমতা বাড়াচ্ছে কাতার

কাতারের আমিরের এ সফর চলাকালে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে। দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার, আইনি বিষয়ে সহযোগিতা, সমুদ্র পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দোষী সাব্যস্ত ব্যক্তিদের স্থানান্তর এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা নিয়ে চুক্তিগুলো সই হবে। এছাড়া শ্রমশক্তি, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতাসহ পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে।

এর আগে গতকাল সোমবার (২২ এপ্রিল) বিকেলে দুদিনের সফরে ঢাকায় আসেন কাতারের আমির। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিমানবন্দরে কাতারের আমিরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এ সময় তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর