আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিখোঁজের আট দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার


শাহরিয়ার সুমন:

চট্টগ্রামে বিড়ালছানা আনতে বের হয়ে নিখোঁজের আট দিনের মাথায় বস্তাবন্দী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে নগরের পাহাড়তলী থানার আলম তারা পুকুরপাড়া মুরগি ফার্ম এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

নগরের পাহাড়তলী থানার কাজীর দীঘি এলাকায় পরিবারের সঙ্গে থাকত শিশুটি। স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী সে।

২১ মার্চ বিড়ালছানা আনতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে পাহাড়তলী থানায় জিডি করেন। থানা-পুলিশ মামলা না নেওয়ায় শিশুটির মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামে মামলা করেন। এতে শিশুটির বাসার পাশের সবজি বিক্রেতাকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, মা পোশাক কারখানার শ্রমিক। বাবা একই পেশায় ঢাকায় কর্মরত। স্কুলের এক বান্ধবীর মাধ্যমে জানতে পেরে শিশুটি বিড়ালের ছানা আনতে যায় ওই সবজি বিক্রেতার কাছে। এর পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।

পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা আজ বুধবার সকালে বলেন, শিশুটির বাসার পাশের সবজি বিক্রেতাকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে আজ সকালে ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ভিড় জমায়। ঘটনাস্থলে ছুটে আসেন শিশুটির মা। এ সময় তিনি কান্নার ভেঙে পড়েন আর বলতে থাকেন, ‘আমার জাদুকে কে মারল?’

পিবিআই চট্টগ্রাম মেট্রো পরিদর্শক ইলিয়াস খান বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর