আজ ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের ঈদ পুণর্মিলনী এবং সংবর্ধনা অনুষ্ঠান

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের ঈদ পুণর্মিলনী ও সংবর্ধনা


অনলাইন ডেস্কঃ ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের ঈদ পুণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানে তিনজন কৃতি ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়।

সংগঠনের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতিরি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের।

সংবর্ধিত অতিথিরা হলেন, ফটিকছড়ি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক এডভোকেট খোরশেদুল আলম (টিপু), ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, ফটিকছড়ি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর যুগ্ম আহবায়ক মুজিবুল হক।

আরও পড়ুন দিন দুপুরে ছিনতাইকারীর কবলে ফটিকছড়ির এক শিক্ষিকা

প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছ চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট খোরশেদুল আলম (টিপু), যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান আজাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আইয়ুব, প্রচার সম্পাদক লায়ন ডা. বরুন কুমার আচার্য্য বলাই, মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা, সমাজকল্যাণ সম্পাদক মুজিবুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন সিদ্দিকী, নির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ সাইফ উদ্দিন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর