দক্ষিণ চরতী মজিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন


অনলাইন ডেস্কঃ সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতী মজিদিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ঈদুল আযহা উপলক্ষ্যেেঈদ ঈদ পুনর্মিলনী ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ঈদের দ্বিতীয় দিবসে পরিষদের সভাপতি মু. গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিনিয়রদের মধ্যে পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী, জয়নাল আবেদীন, মামুনুর রশীদ তালুকদার, আজাদুর রহমান লিটন, মাও: কামাল উদ্দীন, সামশুল আলম, শাহাদাত হোসাইন, শাহেদ সিকদার, মু. আলমগীর তালুকদার উপস্থিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্টে এক্স মজিদিয়ান চ্যালেঞ্জার, মজিদিয়ান ওয়ারিয়রস, মজিদিয়ান কিংস১১, মজিদিয়ান ওলফ১৫ নামে মোট ৪ টি দল অংশগ্রহণ করে।

আরও পড়ুন সাতকানিয়ায় মরফলা-চরতি-দুরদুরী সড়কের বেহাল দশা

নক-আউট পদ্ধতিতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মজিদিয়ান ওয়ারিয়রস এবং এক্স মজিদিয়ান চ্যালেঞ্জারের মধ্যে। চমৎকার নৈপুণ্য দেখিয়ে এক্স মজিদিয়ান চ্যালেঞ্জার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, ‘এ প্রতিষ্ঠান আমাদের আবেগের জায়গা, মাদ্রাসার একাডেমিক এবং অবকাঠামোগত উন্নয়নে প্রাক্তন ছাত্রদের পুরোধা হিসাবে কাজ করতে হবে। প্রতি মুহূর্তে প্রতিষ্ঠানের খবরাখবর রাখতে হবে। কোনো অনিয়ম দেখলে সরাসরি গভর্নিং বোর্ডের সাথে আলাপ করে সমাধানের পথ বের করতে হবে।’

পরিষদের সেক্রেটারি রাফিজ বিন মনজুর অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।


Related posts

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

Chatgarsangbad.net

চন্দনাইশে ৪১৯তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

Mohammad Mustafa Kamal Nejami

হিজরি বর্ষবরণে চট্টগ্রামে প্রস্তুতি, শোভাযাত্রা ও অনুষ্ঠান আগামিকাল

Chatgarsangbad.net

Leave a Comment