আজ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কিল্লাপাড়া শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় কিল্লাপাড়া শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের আয়োজনে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাতে সংগঠনটির কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর।

প্রধান আলোচক ছিলেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌরসভার সহায়ক সদস্য এসএম জামাল উদ্দিন। সংগঠনটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ প্রচার সম্পাদক রাফসান রকি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আবু তাহের ড্রাইভার, মুন্সি মিয়া, আলী আকবর, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু তালেব, শিক্ষানবিশ আইনজীবী তৌহিদুল ইসলাম, আব্দুল আজিজ, ইদ্রিস, বাদশা মিয়া, বাহাদুর, জসিম উদ্দিন, আব্দুল আলম, ইয়াকুব মিয়া, আজম খান, এমরান হোসেন টিটু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য ইকন, আল-আমিন, হিরু, শেফায়েত, সিহাব, আরিফ, মারুফ, জাহেদ, রফিক, জিসাদ প্রমূখ। এসময় আমন্ত্রিত অতিথিরা সংগঠনের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর