Hom Sliderবাংলাদেশ

বন্যার তাণ্ডবে বিরানভূমি শঙ্খচর, গো খাদ্যের তীব্র সংকট


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ বন্যার তাণ্ডবে শঙ্খনদীর তীরবর্তী চর বিরানভূমিতে পরিণত হয়েছে। এতে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। এ কারণে বিপাকে পড়েছেন গবাদিপশু লালন পালনকারীরা।

উপজেলার দোহাজারী পৌরসভায় শঙ্খনদী তীরবর্তী চরে বিস্তীর্ণ জায়গা জুড়ে সবজি চাষাবাদ হতো। সবজি ক্ষেত থেকে গবাদি পশুর জন্য খাবার যোগাড় করতেন পশু লালন-পালনকারীরা। গত ৭ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্যার কারনে সবুজের সমারোহ এখন বিরানভূমিতে পরিণত হয়েছে। শঙ্খচরে কোনো ঘাস নেই।

সবুজ ঘাস না থাকলেও শুকনো খড়ের উপর নির্ভর করতে পারতেন গবাদিপশু পালনকারীরা। তবে এক্ষেত্রেও বন্যার কারণে গৃহস্থের খড়ের গাদা রেহায় না পাওয়ায় সংকট তীব্র হয়েছে। বানের পানির তীব্র স্রোতে কারও খড়ের গাদা ভেসে গেছে অথবা কারোরটা ভিজে গেছে। পানি নেমে যাওয়ার পর গবাদি পশুর চারণভূমির খাবার এবং শুকনো খড় কমে যাওয়ায় ব্যাপক সংকট তৈরি হয়েছে।

চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপেন চাকমা বলেন, ‘সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।’


Related posts

অন্যের সম্পদ আত্মসাৎকারী ব্যক্তির ভয়াবহ পরিণতি

Chatgarsangbad.net

১৭ বিয়ে করার অভিযোগে সেই বন কর্মকর্তা বরখাস্ত

Saddam Hossain

খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আগামিকাল

Chatgarsangbad.net

Leave a Comment