আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহীদ আবদুস সবুর খানের ৫২তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা


মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ

চন্দনাইশে শহিদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন’র আয়োজনে শহীদ আবদুস সবুর খানের ৫২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ ডিসেম্বর) বরমায় শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন-এর সভাপতি জাহেদ হোসেন খানের সভাপতিত্বে ও শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সাধারণত সম্পাদক আরিফ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বলরাম চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাস্টার আহসান ফারুক, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার-প্রকাশনা ও অর্থ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গউচ মিল্টন, বরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, বরমা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কৃষ্ণ চক্রবর্তী, বরমা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার কামাল লিটন, ছাত্র নেতা দিদারুল আলম বাবু, মোহাম্মদ সাব্বির, জাহাঙ্গীর ইসলাম, মাহফুজুর রহমান খান, মাকসুদ প্রমুখ।

এতে বক্তারা বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়ে আসছেন তারই ধারাবাহিকতায় শহীদ আবদুস সবুর খান এর সমাধি পুকুরের ভাংগন থেকে রক্ষার্থে রিটেইনিং ওয়াল নির্মান করা ও বরমা ধামাইর হাট বৈলতলী যাওয়ার রাস্তাটি শহীদ আবদুস সবুর খানের নামে নামকরণের জন্যে সরকারের কাছে জোর দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর