‘ডিভাইন ডেসটিনি- দ্য লিজেন্ড অব অ্যা ফাদার, এ ডটার অ্যান্ড দ্য হলি বন্ড’


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর লেখা উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি- দ্য লিজেন্ড অব আ ফাদার, এ ডটার অ্যান্ড আ হলি বন্ড’ বাংলাদেশের বাজারে এসেছে। উপন্যাসটি লিখেছেন মিশরীয় লেখক ও সাংবাদিক মোহসেন আরিশি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খ্যাতনামা প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ এটি প্রকাশ করেছে।

এতে বলা হয়, ডিভাইন ডেসটিনি উপন্যাসে মহাকাব্যিক স্বাদ রয়েছে। উপন্যাসে উল্লেখ করা হয়েছে যে বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, শেখ হাসিনার মা তাকে বিভিন্ন ধরনের বই সরবরাহ করেছিলেন।

বইটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে মোহসেন আরিশি আজ বাংলাদেশে আসতে পারেন।

সূত্র : বাসস


Related posts

প্রেসারের রোগীদের রোজার খাদ্যাভ্যাস

Chatgarsangbad.net

শিক্ষা প্রতিষ্ঠানে আইসিইউ ওয়ার্ড উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

Chatgarsangbad.net

চসিক’র সেরা করদাতার তালিকায় জাহিদ হোসাইন

Chatgarsangbad.net

Leave a Comment