Hom Sliderবাংলাদেশ

জাতির পিতার সমাধিতে আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্টের শ্রদ্ধা


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) গোপালগঞ্জ জেলায় নব নিযুক্ত জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি। আজ সোমবার (২৮ নভেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।

তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। উল্লেখ্য এর আগে মোঃ ফজলে রাব্বি প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্সে (এসএসএফ) কর্মরত ছিলেন।

তথ্যসূত্র: বাসস


Related posts

ফেব্রুয়ারির ১ম দিনে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২৪’ শুরু

Chatgarsangbad.net

বিএনপির সঙ্গে কাজ করতে চান জয়

Chatgarsangbad.net

পেঁপে চাষে ইউপি চেয়ারম্যানের সফলতা

Chatgarsangbad.net

Leave a Comment