আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ বরকলে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশের বরকল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সৌজন্যে ২৩ জুন শুক্রবার পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়। বরকল ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবদুর রহীমের সভাপতিত্বে পূর্ব কানাইমাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি।

এ সময় প্রধান অতিথি বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। কোনো মানুষ অভাব-অনটনে থাক, শেখ হাসিনা তা চায় না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। তাই সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য কামাল উদ্দিন হেলাল ও ইমরান খান বাহাদুরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বরকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বরকলের ট্যাগ অফিসার তপন কুমার পোদ্দার, বরমা ইউপি চেয়ারম্যান মো খোরশেদ আলম টিটু, চট্টগ্রাম ফোরাম-তেজগাঁও’র সেক্রেটারি শহিদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মরিদুল আলম মুরাদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম, সুব্রত বড়ুয়া এপোলো, বরকল ইউনিয়ন যুবলীগের সভাপতি আনসারুল হক। এতে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ, ওলামালীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর