নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতি বছরে ন্যায় বন্দর নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড।
৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নানের সার্বিক সহযোগিতায় পুরো রমজান মাস জুড়ে প্রায় চার হাজার পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণের লক্ষে গতকাল ২৭ মার্চ সোমবার বিকাল ৫ টায় ৩ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে রমজানের এসব উপহার বিতরণ করা হয়।
ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুরের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.হাজী জানে আলম, আওয়ামী লীগ নেতা সামাজিক সর্দার মো. তাহের, ভারটেক্সের সমন্বয়ক মো. কাউসার আলম, মাহবুব, আলমগীর।
সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুর বলেন, রমজান মাস মুমিনের জীবনের সেরা মাস। আত্মশুদ্ধির এ মাসে মহান আল্লাহর নৈকট্য অর্জনসহ পরকালের সম্বল অর্জনের মাস।ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড অতীতেও মানবতার কল্যাণে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply