আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ


আহসান উদ্দীন পারভেজ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসূচির আওতায় সাতকানিয়া পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল পেয়েছেন ৪৬২১ হাজার নিম্ন আয়ের পরিবার।

সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এই প্রকল্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, সাতকানিয়া পৌর সচিব রেজাউল করিম সহ ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করতে পৌর মেয়র এই চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেছন বলে চাটগাঁর সংবাদকে জানান।

চাল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান নিম্ন আয়ের পরিবারের সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর