চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধিতে কৈয়ুম চৌধুরীর পক্ষে মশারী বিতরন


নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য ও চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে জনসাধারনের মাঝে মশারি ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে মশারী বিতরন উপলক্ষ্যে গাছবাড়ীয়া গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসব বিতরণ বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী দুলাল, অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণবিষয়ক সম্পাদক, উত্তম বিশ্বাস, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী, এম জাহেদ চৌধুরী, চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল আসাদ জয়, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, যুবলীগনেতা এস এম রবিন ছাত্রলীগ নেতা যথাক্রমে, ইরফান, মীর সাদ, সাজিব, বোরহান, হিরু, মিজান, আরাফাত, কিবরীয়া, আফ্রিদি, মাহি, আসিফ, ফয়সাল আফ্রিদি, সাইমন, মামুন, রানা সহ প্রমুখ। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। আমাদের বাসা-বাড়িতে এবং তার আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার লার্ভা বংশ বিস্তার করতে পারে। তাই, ব্যক্তি সচেতনতার কোনো বিকল্প নেই।


Related posts

সিআরবিতে জমে উঠেছে বইমেলা

Chatgarsangbad.net

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস  উপলক্ষ্যে ক্যাম্পাসে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা 

Chatgarsangbad.net

এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment