আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সমাজসেবা অধিদপ্তরের অনুদান বিতরণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের এককালীন ৫০হাজার টাকার অনুদানের চেক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান ১৯মার্চ রোববার উপজেলা কনফারেন্স রূমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. ফজলুল করিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলী জুনায়েদ চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইমরান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির, রোগীকল্যাণ সমিতির আজীবন সদস্য সঞ্চিতা বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য উপজেলার ২৪ জন রোগীর মাঝে চেক ও ২ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়াও রোগীকল্যাণ সমিতিকে এক লক্ষ টাকা প্রদান করেন যা দিয়ে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত গরীব ও অসহায় রোগীদের নিয়মিত ঔষধ বিতরণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর