চাটগাঁর সংবাদ ডেস্কঃ চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়ীয়া খানদীঘি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও গাছের চারা বিতরণ করেছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বুধবার (৯ আগস্ট) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুর পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। এদিন বিদ্যালয়ের মিলনায়তনে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় পর্ষদের সাথে চন্দনাইশ, সাতকানিয়া, কক্সবাজার, লোহাগাড়া উপজেলার সকল শাখা কমিটির দায়িত্বশীল প্রতিনিধিদের সাথে সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়।
ডা. আবদুর রহমানের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মজিবুর রহমান বাবুল, কেন্দ্রীয় সদস্য দিদারুল আলম, কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দীন।
অন্যদের মধ্যে ছিলেন মোহাম্মদ হাসান, জাহেদুল ইসলাম শাহিন, আহমদ কবির প্রমুখ।
Leave a Reply