বঙ্গবন্ধু শিশু সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে শিক্ষা সামগ্রী বিতরণ ৩১ মে


অনলাইন ডেস্কঃ বঙ্গবন্ধু শিশু সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের উদ্যোগে আগামী ৩১ মে বাহির
সিগন্যালস্থ সূর্যমুখী কিন্ডার গার্টেন হাইস্কুলে সকাল ১০টায় শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। তবে এ জন্য ঙ্গবন্ধু শিশু সাংস্কৃতিক উৎসবে অংগ্রহণ করতে হবে। সম্প্রতি সংগঠনটির পরিচালক অরুণ চন্দ্র বণিকের পাঠানো ‍বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন জীন হেনরী ডুনান্ট ও বঙ্গবন্ধুর আদর্শ এবং বাংলাদেশে রেডক্রিসেন্ট

বিবৃতিতে জানানো হয়, চান্দগাঁও থানা ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা যারা বঙ্গবন্ধু শিশু সাংস্কৃতিক উৎসবে (সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন বিষয়ে প্রতিযোগিতা) অংশগ্রহণে আগ্রহী তারা আগামি বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মাধ্যমে সূর্যমুখী কিন্ডার গার্টেন হাইস্কুলের পরিচালক বরাবর নাম রেজিস্ট্রেশন করতে হবে।

এ প্রসঙ্গে আলাপকালে অরুণ চন্দ্র বণিক চাটগাঁর সংবাদকে বলেন, ‘প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৩১ মে। এতে যারা বিজয়ী হবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার তো থাকবেই এবং যারা অংশগ্রহণ করবে তারা প্রত্যেকেই শিক্ষা সামগ্রী পাবে।’


Related posts

বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Chatgarsangbad.net

বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন

Mohammad Mustafa Kamal Nejami

গাউন পরা লাগবে না আইনজীবীদের

Chatgarsangbad.net

Leave a Comment