আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে সেনাবাহিনীর রসদ সামগ্রী বিতরণ


আবদুর রাজ্জাকঃ পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেনাপ্রধানের পক্ষ থেকে কক্সবাজার অঞ্চলের রামু উপজেলায় বসবাসরত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার পরিকল্পনা করা হয়েছে। এই অংশ হিসেবে বুধবার (১৮-এপ্রিল) সকালে কক্সবাজারের রামু উপজেলার রামু বাজার, পাঞ্চেখানা বাজার, থোইংগ্যাকাটা এবং পানের ছড়া নামক স্থানে ৮০০ টি অসহায়,দরিদ্র ও দুস্থ
পরিবারের মাঝে চাউল-১০ কেজি, চিনি-১ কেজি, সয়াবিন তৈল-১ কেজি, ডাল-১ কেজি, আটা -২ কেজি, লবন-০.৫ কেজি, সেমাই- ২ প্যাকেট সমন্বিত খাদ্য প্যাকেট বিতরণ করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম এএফডব্লিউসি, পিএসসি সদর দপ্তর ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার উপস্থিত থেকে দরিদ্র জনগণের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ঈদ সামগ্রী বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম এএফডব্লিউসি বলেন, আমাদের সমাজে অনেকেই আছেন যারা হয়তো ঠিকমতো ঈদ করতে পারেনা। তাদের জন্য আমাদের সেনাপ্রধানের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী উপহার হিসেবে দেয়া হলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর