আজ ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু প্রজন্ম লীগ

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আলোচনা সভা


চাটগাঁর সংবাদ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ হাসান মুরাদের পাঠানো বিবৃতি থেকে জানা গেছে, সোমবার (১৪ আগস্ট) বিকাল ৪টায় নগরীর বারেক বিল্ডিং সাবের প্লাজায় সংগঠনটির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির মহানগর সভাপতি মো. হাসান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা ছবির আহমদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ নেত্রী আয়েশা ছিদ্দিকা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
যুবলীগ নেতা শিবু কুমার দাশ, সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, মাসুদ রানা, এম এ হাশেম, মোহাম্মদ হোসেন মধু, মোহাম্মদ মোস্তফা, শিউলি আকতার, মো হানিফুল ইসলাম চৌধুরী।

সভায় বক্তারা বলেন, ‘স্বাধীনতা-বিরোধীরা মনে করেছিল পিতা মুজিবকে হত্যা
করে বাঙালি জাতি ও চেতনাকে নিশ্চিহ্ন করতে পারবে। কিন্তু তাদের স্বপ্ন সফল
হয়নি। জীবন্ত মুজিবের চেয়ে মৃত মুজিব কতটা শক্তিশালী তা তারা বুঝতে
পারেনি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর