আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিলঃ
উপজেলা প্রশাসনের আয়োজনে চন্দনাইশে ৩০ নভেম্বর বুধবার “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ সম্পন্ন হয়েছে।

সকালে গাছবাড়িয়া সরকারি কলেজ ও গাছবাড়িয়া এনজি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.নজরুল ইসলাম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ রনজিত কুমার দত্ত, উপাধ্যক্ষ ড. সুব্রত কুমার বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু।

বিকেল উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে এসি (ল্যান্ড), কৃষি কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় জনপ্রতিনিধি, বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের ও শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ টি স্টল বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শন করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর