শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কার্যত কোন জাতী উন্নতি অর্জন করতে পারে না,
তাই আমাদের দেশে ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য সরকার যেমন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে জাতীকে শতভাগ শিক্ষিত করার জন্য চেস্টা করছেন, পাশাপাশি দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দেশের শিক্ষাকার্য লক্ষ্য অর্জনে সহযোগিতা করে আসছেন।
এরি ধারাবাহিকতায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি সীতাকুণ্ড উপজেলা সংসদ নামে একটি সংগঠন এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের (Sitakunda Jubo Blood Foundation) পক্ষ থেকে আগত প্রায় ১৯৬ জনের ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন ইতিমধ্যে নিজেদের বিভিন্ন সেবার মাধ্যমে সীতাকুণ্ড জনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মোঃ দিদারুল আলম (দিদার) এর পক্ষ থেকে জনমানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি সীতাকুণ্ড উপজেলা সংসদের সকল দায়িত্বশীল ও কর্মিদের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ইকবাল, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, অর্থ সম্পাদক নুর উদ্দিন, সমাজ সেবা সম্পাদক রাজু আহমদ, সহ অর্থ সম্পাদক রাশেদা আক্তার জেরিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন পান্না, কার্যনির্বাহী সদস্য সাকিব, শাওন, হাফেজ ইমরান, ফয়সাল শাওন, সাদ্দাম হোসেন সহ আরো অনেকে।
Leave a Reply